sumanasya
27 March 2025
১
===
আমি বিস্মিত হতে ভালোবাসি
তার চেয়েও ভালোবাসি
ভালোবাসতে
তবে সবচেয়ে ভালোবাসি
যে আমায় বোঝে
তার উপস্থিতির পাশে
নিঃশব্দে বসে রইতে
২
===
একদিন তোমার সব ঘ্রাণ
সব স্পর্শ নিয়ে চলে যাব একা
পাহাড়ে কিম্বা জঙ্গলে
সেখানে গড়ব তোমায় আবার
সে তুমি হবে মৃত্যুঞ্জয়ী
আমাতে মিশে
তুমি সে একাকার