সৌরভ ভট্টাচার্য
 11 August 2017              
    
  একটা দাগ
দুটো দাগ
নীল দাগ
typing....
   দুটো কোর্ট।
       ঠকাস। ঠকাস।
   উদ্বিগ্ন চোখ, স্ক্রিণের কোনায়।
      ফুরিয়ে আসা ব্যাটারির লাল নিশান।
typing....
    5...
      4...
         3..
            2..
               1...
power off
 চার্জার কই?
   দাঁড়াও ডেকো না। পরে শুনছি। আরে চার্জারটা কই।.. প্লিজ পরে বোলো...আরে চার্জারটা কই?....