সৌরভ ভট্টাচার্য
25 November 2014
কার জন্য হা হুতাশ?
গাছের পাতা ঝরতে দেখিস নি আগে?
দেখিসনি শুকনো নদীতে ঝোপের জঙ্গল?
দেখিসনি পথ হারানো পাগল রাস্তার ধারে?
দেখেছিস তো অভুক্ত ছোট কটা প্রাণ
ধুলো মেখে ট্রেনের কামরায় বেঁচে থাকতেই চাইছে শুধু,
বেঁচে থাকার দরকার নেই বোঝালেও।
তাও হা হুতাশ?
একি বিলাসিতা!