sumanasya
24 September 2024
ফুটছি দেখো, ফুটছি কেমন
টগবগিয়ে আহ্লাদী
সামনে পুজো নতুন জামায়
হচ্ছি কেমন ঝকমকি
পুজোর ছুটি, পুজোর ছুটি
কদ্দূরে ভাই আয় না রে
বইখাতা সব বন্ধ করে
এট্টু শান্তি দে না রে
দুগ্গা তোমার সিংহ অসুর
ছেলেমেয়ে সব আসছে তো?
প্যান্ডেল তো শুরু হয়ে গেছে
জিপিএস কি লাগবে গো?
কাশ ফুটেছে বাড়ির পাশে
আকাশ সাদা মেঘেয় মাত
তোমার জন্য সবাই রেডি
তুমি এলেই জমবে বাত
একটু তবু মন খারাপ
হয়েই আছে সবার জানো
কী যেন এক ঘটেছে কোথায়
মা কাকিমারা বলবে শুনো
তুমি তো হেড দিদিমণি মাগো
দেখো তো ওদের কথা শুনে
রাত জেগে জেগে হেঁটেছে ওরা
জাস্টিস না কী যেন বলে
ঠিক করে তুমি দিও মা গো সব
সবাই যেন শান্তি পায়
ভয়টয় যে দুষ্টু লোক
তারাই যেন বেশি পায়
যারা ভালো,
তারা যেন আনন্দেতে থাকে গো মা
তাড়াতাড়ি আয় সিংহ চেপে
আর দেরি মাগো করিস না
(Aditya Paul এর কন্যা আরাধ্যা।)