সৌরভ ভট্টাচার্য
 26 December 2014              
    
  
আমার বাবাকে কোনোদিন ভিক্ষা করতে হয় নি
তাই প্ল্যাটফর্মে ক্ষুধার্ত অসুস্থ বাবাকে ভিক্ষা করতে দেখলে কেমন লাগে জানি না
আমার অসুস্থ মাকে ১০২ ডিগ্রি জ্বর নিয়ে অন্যের বাড়ি বাসন মাজতে যেতে হয় নি কোনোদিন
তাই নিজে নিজে খাবার বেড়ে স্কুলে যাওয়া
বাচ্চাটার কেমন লাগে জানি না
আমার বোনকে ধর্ষিতা লাশ হয়ে পড়ে থাকতে হয় নি রেল লাইনের ধারে কোনোদিন
তাই মর্গে অপেক্ষারত ভাইটার কেমন লাগে
জানি না
ওরাও যেমন জানে না
শিকলে আটকা সার্কাসের বাঘের মত বীরত্বের অভিনয় করতে করতে কত ক্লান্ত লাগে এক এক সময়!