sumanasya
6 December 2022
দু মুখো সুচকে নিয়ে কি হবে? এক মুখো সুচ, সে একদিক ভেদ করে যায়। সহ্য হয়। সে তো সুতোকেও সঙ্গে নিয়ে আসে। তাই অনায়াসে জুড়ে জুড়ে যায়।
দু মুখো সুচ? কি হবে? নিজে ধরতেও ভয়। তায় রক্তাক্ত আঙুল। থাক। অত সূক্ষ্ম ভেদনে কি কাজ, অবশেষে যদি জুড়ে ফেলাই না যায়?