Skip to main content

 

 

যদি তোমার বাড়ির


কোন এক ঘরে আগুন লাগে

তুমি কি পাশের ঘরে ঘুমিয়ে থাকতে পারো?

যদি তোমার বাড়ির

এক ঘরে পচছে লাশের স্তুপ

তুমি কি অন্য ঘরে বসে প্রার্থনা করতে পারো?

যদি তোমার উত্তর, হ্যাঁ

তবে আমার তোমাকে কিছু বলার নেই

দেশ কাগজে আঁকা নক্সা তো নয়

যার এক অংশ ছিঁড়ে গেলে

বাকি অংশ প্রমাণ হিসাবে থেকে যাবে একইভাবে?

আর নদী পর্বত শহর গ্রাম

একইভাবে নিজের নিজের জায়গায়

দাঁড়িয়ে থাকবে উদাসীন।

যদি এই হয় তোমার বিশ্বাস

তবে তোমার সাথে আমি থাকছি না।

যে বিবেক স্তুপাকৃতি লাশ দেখেও

অবিচল,

সে অন্ধ

যে শাসন চলেছে বন্দুকের নলের ওপর

ভরসা করে

সে তো হত্যাকারীর ব্যবসা

যদি তুমি এ না মানো

তবে তোমার সাথে

আর এক মুহূর্ত থাকার ইচ্ছা নেই আমার।

অবশেষে স্পষ্ট করে বলি,

কোন হত্যাকারীকে কখনও ক্ষমা কোরো না,

হোক সে তোমার বন্ধু,

বা ধর্মের ঠিকাদার

অথবা লোকতন্ত্রের স্বনামধন্য চৌকিদার।

(নির্বাচিত অংশের অনুবাদ - देश कागज पर बना नक्शा नहीं होता)


কবি - সর্বেশ্বর দয়াল সাক্সেনা