sumanasya
2 May 2025
বেদান্তীর কথা শুনে ফিরছিলাম
নির্গুণ ব্রহ্ম নিরাকার
সর্বভূতে বিরাজমান
জ্ঞানরশ্মির কেন্দ্রে জ্ঞানস্বরূপ
রাস্তায় পড়ল সুরদাসের বাড়ি
চন্দনের সুবাস এল
প্রখর বৈশাখের রোদ মাড়িয়ে
বলল, দাঁড়াও
ঘর্মাক্ত কলেবর
দাঁড়াই, ছাওয়া কোথায়?
সুশীতল বাতাস উঠল
অসীম আকাশের চামরে
ঢেউ উঠল কোথায়
গাছের পাতায় লাগল ঝালর
স্মিতহাসি ভেসে দিগন্তজুড়ে
বাঁশি বেজে উঠল টোড়িতে
নূপুর নেচে উঠল চৌতালে
(আজ সুরদাস জয়ন্তী)