সৌরভ ভট্টাচার্য
 4 April 2020              
    
  আমি চাই না
তুমি চাবির গোছাটা হারিয়ে ফেল
তুমি চাবির গোছাটা হারিয়ে ফেল
আমি চাই না
তোমার শোয়ার ঘর
তোমার রান্নাঘর
তোমার স্নানেরঘর
তোমার শোয়ার ঘর
তোমার রান্নাঘর
তোমার স্নানেরঘর
    তোমার অপরিচিত হোক
আমি চাই
তোমার অবকাশের
কোনো উদ্বৃত্ত মুহূর্তে
যদি স্মরণ করো
আমায়
বসন্তের ফুলের সৌরভে নয়
ঝরাপাতার বন্ধনহীন গৌরবে
তোমার অবকাশের
কোনো উদ্বৃত্ত মুহূর্তে
যদি স্মরণ করো
আমায়
বসন্তের ফুলের সৌরভে নয়
ঝরাপাতার বন্ধনহীন গৌরবে
ধন্য হব
তুমিই তো সেই একমাত্র মানুষ
যে আমায় বুঝতে চেয়েছিলে
নিজের কিম্বা আমার ছন্দ ভেঙে নয়,
আমার ছন্দে
নিজের ছন্দ আবিষ্কার করে
যে আমায় বুঝতে চেয়েছিলে
নিজের কিম্বা আমার ছন্দ ভেঙে নয়,
আমার ছন্দে
নিজের ছন্দ আবিষ্কার করে