Skip to main content
aradhya

ব্যাঙ বলল, এরই মধ্যে যাবি স্কুলে? আরাধ্যা বলল, যাবই তো... আমার যে পরীক্ষা। ব্যাঙ বলল, কি পরীক্ষা ভাই? আমি তো জানতাম এই বৃষ্টিতে আমরাই শুধু বেরোই। তবে তোর ছাতাটা যদি দিতিস।

আরাধ্যা বলল, না, বাবা বকবে!

ব্যাঙের মন খারাপ হল।

আরাধ্যারও মন খারাপ হল। সে আবার কারো মন খারাপ দেখতে পারে না। তো চুক্তি হল, পুজোর সময় আরাধ্যা আর ব্যাঙ ছাতা মাথায় ঠাকুর দেখতে যাবে। সে বৃষ্টি হোক চাই না হোক। বাবাকে বলে সে রাজী করাবে। আর ব্যাঙ বলল, আমারও তো ছাতা আছে, কিন্তু তোকে দিলেই তো তোরা রেঁধে খেয়ে নিবি! আমরা কখনো তোদের ছাতা রেঁধে খেয়েছি?

আরাধ্যা একটু ভেবে বলল, আচ্ছা দিস... আমি রেঁধে খাব না, মাকে বলে দেব।

ব্যাঙ খুশী হয়ে বলল, আচ্ছা।