sumanasya
4 July 2024
"বুকের উপর রাখা চাবি, প্রিয়। যদি নিজের হাতে খুলে, নিজের ভিতরে আসি, সব শূন্য পাই। যদি তুমি নিজের হাতে খুলে নাও, যদি প্রবেশ করো আমার বুকে, শতসূর্যের আলোয় ঝলসানো মণিমাণিক্য পাই তবে।
প্রিয়, এসো। তোমার হাতে চাবি তুলে দিয়ে মরি আমি। তবেই আমি বাঁচি।"
(ছবি Debasish Bose)