Skip to main content


বিশ্বাস চোখ রাঙিয়ে আনা যায় না, বিশ্বাস বাক চাতুরীতে টেকে না, বিশ্বাস বড় অঙ্কের সংখ্যা জন্ম দেয় না। 

বিশ্বাস জন্মায় আরেকটা শুদ্ধ বিশ্বাস থেকে। যেমন প্রাণ থেকে প্রাণ, শিখা থেকে শিখা, তেমন বিশ্বাস থেকে বিশ্বাস। 

আমাদের দেশে 'সাধুসঙ্গ' বলে একটা কথা আছে। 'সাধু' মানে 'ভাল'। যেমন 'ভাল' মুচি থেকে 'ভাল' ডাক্তার খুঁজি, ঠিক তেমন। 'ভাল' টার উপর আমার বিশ্বাস। কারণ একটাই, সেটা 'ভাল' - মঙ্গলজনক।