সৌরভ ভট্টাচার্য
19 September 2021
একজন কেউ অপমান করবে
আর তুমি সেই কাদা
নিজের গায়ে, মাথায়, চোখেমুখে, হাতেপায়ে মেখে বসে থাকবে?
আর একে তাকে ওকে ডেকে
অভিমান করে বলবে,
দেখো কি করেছে,
দাও জল দিয়ে ধুয়ে দিয়ে যাও?
বড় অলস তুমি
অপমানে অলস
দ্বিধায় অলস
আশঙ্কায় অলস
একবার উঠে দাঁড়ালেই
সব অপমান ধুয়ে দিয়ে যায় মেঘ
কিন্তু সে তুমি জানবে কি করে?
আকাশের দিকে তো তাকালেই না কোনোদিন
এমন বিস্ময়হীন অলসতা তোমার!