সৌরভ ভট্টাচার্য
22 April 2015
বিষুবরেখার মধ্যভাগে দাঁড়াতে পারি
চীৎকার করতে পারি গলা চিরে
হয়তো পৃথিবীর দুই প্রান্তদেশে
কিছু বরফের পাহাড়ে ধরতে পারে চিড়
কটা পেঙ্গুইন, শীল চমকে তাকাতেও পারে এদিকে
তুমি তাকাবে কি?
তাহলে বলতাম -
সাবধান হও, ভিতে ফাটল ধরছে
জল ঢুকছে চাষের ক্ষেতে, বাতাসে মিশছে বিষ
শৈশব যৌবন দেখছে মৃত্যুর করাল থাবা
চোখের দৃষ্টিতে সন্দেহের ঘোলা ছানি
বিকলাঙ্গ চিরন্তন অভ্যাসের খুঁটিতে বাঁধা
হৃদয় পিষছে লোভের বিজ্ঞানের যাঁতা।
থামব একটু,
জিরিয়ে নিয়ে এসো না মেরামতে লাগি
আমার তোমার জন্য না
সেই অনাগত ভ্রূণের জন্য
যে আমায়, তোমায় বিশ্বাস করে মাটিতে পা রাখবে
এসো, হাত ধরো, শপথ করো সাথে চলার