Skip to main content

ভালোবাসা

আরে ভালোবাসা মানে তো আমিও বুঝি
     বুকের ভিতর অম্বল হওয়া বুক জ্বালা

সব সহ্য করে নিই। নিতেই হয়।
     এমনকি পাঁজর ঝাঁঝাঁনো ভালোবাসাও

কোথায় তুমি?

বলেছিলে, ছায়ার মত তোমার সাথে আছি

ঠিক বলেছিলে।

বুঝলাম, যেদিন অন্ধকার রাস্তায় হাঁটলাম

কোথায় তুমি?

পুরোনো কথারা

পুরোনো কথারা পুরোনো
হতে হতে হারানো হয়ে যায় ...

সমুদ্রের গভীর কথা

সমুদ্রের গভীর কথা সমুদ্র আড়াল রাখে
     তীরে খেলে শুধু চঞ্চলা ঢেউ

ভালোবাসা মানে

ভালোবাসা মানে,
একটা অসম্পূর্ণ বৃত্তকে সম্পূর্ণ করে দেখা
হাতের আঙুলের চারটে ফাঁকে,
                  পাঁচটা আঙুল ভরে রাখা

Subscribe to বিন্দু