একাকীত্বের ভার
সৌরভ ভট্টাচার্য
28 July 2018
মাঝে মাঝে ঈশ্বরের মত সব কিছু জেনে যেতে ইচ্ছা করে
পরক্ষণেই মনে হয়, থাক।
এতবড় একাকীত্বের ভার কে নেবে?
এমনভাবে হাত দুটো বাড়াও
সৌরভ ভট্টাচার্য
17 July 2018
এমনভাবে হাত দুটো বাড়াও
যাতে আকাশকে সঙ্কুচিত হতে না হয়
এমনভাবে দুটো চোখ মেলো
যাতে হৃদয়ের এককণাও শূন্য না রয়
( Debasish এর ছবিটা মন কাড়লো)
বড় রাস্তার দুধারে দুটো প্রাচীন বটগাছ
সৌরভ ভট্টাচার্য
14 July 2018
বড় রাস্তার দুধারে দুটো প্রাচীন বটগাছ
ওদের পাশ কাটিয়ে আসতে মনে হল
রাস্তার দুপাশে
এমন কয়েকটা প্রাচীন গাছ থাকা জরুরী
কবিতা ফুল
সৌরভ ভট্টাচার্য
13 July 2018
গদ্য ফসল। কবিতা ফুল।
গদ্য হাটের। কবিতা রসিকের।
গদ্য প্রতিবিম্ব। কবিতা প্রতিফলন।
গদ্য পরতন্ত্র। কবিতা স্বতন্ত্র।
পরের সিঁড়িটা না থাকলেই হয়ত ভালো হত
সৌরভ ভট্টাচার্য
10 July 2018
পরের সিঁড়িটা না থাকলেই হয়ত ভালো হত
পরের সিঁড়িটা না থাকলে কি ভালো হত?
কোন সিঁড়িতে বিশ্রাম নেওয়া যায়
আগের সিঁড়িতে না পরের সিঁড়ি?
এক ছটাক ভালোবাসা পেয়েছ বলে
সৌরভ ভট্টাচার্য
28 June 2018
এক ছটাক ভালোবাসা পেয়েছ বলে
রোদ্দুরের সাথে আড়ি কোরো না
শ্যাওলা ধরা পথে
ভালোবাসাও আত্মঘাতী হয়
রোদ্দুরের সাথে আড়ি কোরো না
শ্যাওলা ধরা পথে
ভালোবাসাও আত্মঘাতী হয়
ফিরে এসো
সৌরভ ভট্টাচার্য
31 May 2018
এটা বর্ষার মেঘ নয়
জানি
তবু ছায়া তো আছে বলো
শীতল ছায়া
...
জানি
তবু ছায়া তো আছে বলো
শীতল ছায়া
...
নেতার ভাষণ সত্যিই আমাদের মুখ বন্ধ করে দিল
সৌরভ ভট্টাচার্য
27 May 2018
নেতার ভাষণ সত্যিই আমাদের মুখ বন্ধ করে দিল
যুক্তির জোর না,
মাইকের জোর এতই বেশি ছিল
যুক্তির জোর না,
মাইকের জোর এতই বেশি ছিল
আকাঙ্ক্ষা
সৌরভ ভট্টাচার্য
24 May 2018
তোমার ঠিকানা আছে
সৌরভ ভট্টাচার্য
21 May 2018
তোমার ঠিকানা আছে, বিশ্বাস করি না
অকারণ যন্ত্রণারা ভাষার সান্ত্বনা পায় না
অন্যমনস্কতাই জীবন
শুধু তোমার চোখেই জীবন সরাসরি তাকায় না