ভিক্ষা
সৌরভ ভট্টাচার্য
5 October 2015
সেদিন ভিক্ষা নিতে
হাতে লেগেছিল হাত
পাগল সেদিন থেকে
ভিক্ষা নিতে
মন না দেয় সাথ
ভালোবেসে
সৌরভ ভট্টাচার্য
18 September 2015
কিছু হারাওনি
সৌরভ ভট্টাচার্য
12 September 2015
হাতের মুঠোয় কটা কুঁড়ি ধরা ছিল
ভাসিয়ে ছিলাম জলে
ওরা স্বপ্নেতে আসে ফুল হয়ে ফুটে
"কিছু হারাওনি" যায় বলে
খুঁজে দেখো
সৌরভ ভট্টাচার্য
8 September 2015
যদি অনুভুতি চাও
তো বিশ্বাস রাখো
যদি জানতে চাও
তো খুঁজে দেখো
কয়েক বিন্দু জল
সৌরভ ভট্টাচার্য
6 September 2015
সন্ধ্যের আকাশ
সৌরভ ভট্টাচার্য
30 August 2015
সন্ধ্যের আকাশ ম্লান হয়
ভোরের আকাশ তার ঠিকানা জানে বলে
সন্ধ্যাতারা বার্তা নিয়ে শুকতারার কানেতে যায় বলে
শান্ত হাওয়া
সৌরভ ভট্টাচার্য
27 August 2015
শান্ত হাওয়া চাঁদের সাথে ফিরে
নিঝুম রাতে জোনাকির ব্যাথা
শ্বেত চন্দনে ঢাকে।
ডাক
সৌরভ ভট্টাচার্য
18 August 2015
শুধু কি আমিই তাকে চাই?
সেও চায় আমায়
তাই আমি ডাকতে ভুলে গেলে
নিজেই ডাক পাঠায়
তোমার চোখ
সৌরভ ভট্টাচার্য
3 August 2015
তোমার চোখ
আমার সব আনন্দের খনি
তোমার আশ্বাস
আমার প্রতি হৃদয়ধ্বনি
কিছু কথা
সৌরভ ভট্টাচার্য
30 July 2015
কিছু কথা ঝেড়ে ফেলা যাক
কিছু বিশ্বাসের কাছে আবার ফিরে যাই
কিছু নালিশকে বলি, যাও
পুরোনো পথে নিজের পায়ের ছাপ খুঁজে
কিছুটা পথ আবার হেঁটে আসি