Skip to main content

ডাকব না

ডাকব না
    সাড়া দেব। অপেক্ষাতে আছি।
ভাঁটা ফিরেছে বহুক্ষণ
  নোঙর ফেলেছি জোয়ারের কাছাকাছি।

 

এড়িয়ে যাবে

এড়িয়ে যাবে,
 না তুলে নেবে?

পথ চুমেছি অভিমানে না
      রক্তিম অপেক্ষায়"


(ছবিঃ মৈনাক বিশ্বাস)

কেমোফ্লেজ

আমি কেমোফ্লেজ শিখব
    তোমাতে মিশে থাকলেও
        যাতে কেউ চিনতেই না পারে
বারবার ফেরে ভুল ঠিকানায়
     ভুল দরজায় কড়া নেড়ে

 

হেঁটে বুঝলাম

তোমার সাথে দশ পা হেঁটে বুঝলাম
দশ পা'তেও জন্মাতে পারে
দশ হাজার পায়ের অভিজ্ঞতা

 

(ছবিঃ সমীরণ নন্দী)

লক্ষ যোজন

লক্ষ যোজন পথ পেরিয়েও
  পথ জানে না সে কোথায় এলো

জানে পথিক
  সে কি হারাল আর কি পেল

যতটা জল ভরা

জল তরঙ্গের আওয়াজ শুনেছ?

যতটা জল ভরা
তার ওপর হয় সুরের হেরফের

তোমার বুকে কতটা জল ভরা?

প্রতিশ্রুতি

ওর ডানায় রয়েছে আকাশ ছোঁয়ার প্রতিশ্রুতি
দু’চোখ নীল সিন্ধু জলেতে ধোয়া
স্বপ্নের দূত দু’পা মাটিতে রেখে
সবুজ সুনীলের আত্মীয়তার রেখা


(ছবিঃ সমীরণ নন্দী)

অন্তঃবাসী

হৃদয় ঈশ্বরের চেয়েও রহস্যময়
   তবু সেই হৃদয়েই ফিরে আসি
    সেই একমাত্র যে ঈশ্বরের মতই শুদ্ধ
      অনাদি অনন্ত অন্তঃবাসী

বোবা কথারা

বোবা মুখের বোবা কথারা
      এখানে ওখানে হাঁটুগেড়ে বসে
মিথ্যাগুলোকে পথ ছেড়ে দেয়
         সাজানো কথা বোঝে না সে

না হয় আমি

না হয় আমি অপেক্ষাতেই আছি
    সময় হলে এসো
সারা মাঠঘাট ছড়িয়ে ভালোবাসা
  ওড়না পেতে
   খানিক না হয় বোসো


(ছবিঃ মৈনাক বিশ্বাস)

Subscribe to বিন্দু