ডাকব না
সৌরভ ভট্টাচার্য
11 March 2016
ডাকব না
সাড়া দেব। অপেক্ষাতে আছি।
ভাঁটা ফিরেছে বহুক্ষণ
নোঙর ফেলেছি জোয়ারের কাছাকাছি।
এড়িয়ে যাবে
সৌরভ ভট্টাচার্য
5 March 2016
কেমোফ্লেজ
সৌরভ ভট্টাচার্য
25 February 2016
আমি কেমোফ্লেজ শিখব
তোমাতে মিশে থাকলেও
যাতে কেউ চিনতেই না পারে
বারবার ফেরে ভুল ঠিকানায়
ভুল দরজায় কড়া নেড়ে
হেঁটে বুঝলাম
সৌরভ ভট্টাচার্য
24 February 2016
তোমার সাথে দশ পা হেঁটে বুঝলাম
দশ পা'তেও জন্মাতে পারে
দশ হাজার পায়ের অভিজ্ঞতা
(ছবিঃ সমীরণ নন্দী)
লক্ষ যোজন
সৌরভ ভট্টাচার্য
24 February 2016
লক্ষ যোজন পথ পেরিয়েও
পথ জানে না সে কোথায় এলো
জানে পথিক
সে কি হারাল আর কি পেল
যতটা জল ভরা
সৌরভ ভট্টাচার্য
10 February 2016
জল তরঙ্গের আওয়াজ শুনেছ?
যতটা জল ভরা
তার ওপর হয় সুরের হেরফের
তোমার বুকে কতটা জল ভরা?
প্রতিশ্রুতি
সৌরভ ভট্টাচার্য
10 February 2016
অন্তঃবাসী
সৌরভ ভট্টাচার্য
8 February 2016
হৃদয় ঈশ্বরের চেয়েও রহস্যময়
তবু সেই হৃদয়েই ফিরে আসি
সেই একমাত্র যে ঈশ্বরের মতই শুদ্ধ
অনাদি অনন্ত অন্তঃবাসী
বোবা কথারা
সৌরভ ভট্টাচার্য
29 January 2016
বোবা মুখের বোবা কথারা
এখানে ওখানে হাঁটুগেড়ে বসে
মিথ্যাগুলোকে পথ ছেড়ে দেয়
সাজানো কথা বোঝে না সে
না হয় আমি
সৌরভ ভট্টাচার্য
20 January 2016