হাজার দূরত্ব সরিয়েও
সৌরভ ভট্টাচার্য
11 April 2016
কেউ কেউ অখণ্ড অবসর নিয়ে ফেরে
হাজার কাজের দমবন্ধ করা ভীড়েও
কেউ কেউ দৃষ্টির আলিঙ্গনে আশ্রয় নিয়ে ফেরে
হাজার বেড়া, হাজার দূরত্ব সরিয়েও
রাস্তা পেরোলে
সৌরভ ভট্টাচার্য
8 April 2016
রাস্তা পেরোলে
খুব কি হল পার্থক্য?
আগে যেদিকে ছিলে?
মনটা ভীষণ সৃষ্টিছাড়া
সৌরভ ভট্টাচার্য
7 April 2016
মনটা ভীষণ সৃষ্টিছাড়া
যেন এক তরকারি নুনে পোড়া!
কিছু স্পর্শের অনুভব
সৌরভ ভট্টাচার্য
1 April 2016
কিছু স্পর্শের অনুভব
শরীরের সাথে সময়ও মনে রাখে
যখন উদাস বাতাস পাতার গাল ছোঁয়
শিকড়ের কোলে কুঁড়িও মাথা রাখে
(ছবিঃ সমীরণ নন্দী)
শূন্য হাতে
সৌরভ ভট্টাচার্য
31 March 2016
উদাস
সৌরভ ভট্টাচার্য
31 March 2016
এখনো সেদিকে তাকিয়ে থাকার অভ্যেস
এখনো শিরদাঁড়ায় যন্ত্রণা দেয় ঠাণ্ডা বাতাস
এখনো চোখের কোণে জমা জল, দ্বিধায়
এখনো গল্পগুলো শেষ লাইনে এসে উদাস
যে জানে
সৌরভ ভট্টাচার্য
28 March 2016
যে জানে
সে শুধুই খুঁজে ফেরে জানাকে
যে বিশ্বাস করে
সে-ই আবিষ্কার করে নতুনকে
ভাষারা সঙ্কেত জানায় যে চোখে
সৌরভ ভট্টাচার্য
25 March 2016
চোখের হাসি পড়তে পারো?
সৌরভ ভট্টাচার্য
18 March 2016
জল বালির বুকে
সৌরভ ভট্টাচার্য
14 March 2016
জল বালির বুকে
কিছু আঁকিবুঁকি কাটল
যে ছবিগুলো জলের বুকে ছিল
বালি তার বুক পেতে দিল
(ছবিঃ সমীরণ নন্দী)