বাসি অভিমানগুলো
সৌরভ ভট্টাচার্য
26 April 2016
বাসি অভিমানগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি কোরো না আর
বাইরে বেরিয়ে এসো
দেখো বাগানে নতুন কুঁড়ি এসেছে
আর দেখো, ধ্রুবতারাটাও একই জায়গায় আছে
শীতলতা
সৌরভ ভট্টাচার্য
26 April 2016
উদ্বিগ্ন ছায়ার শীতলতা
জ্বলন্ত দশদিক
ক্লান্ত কাকের ডাক
আকাশে মরীচিকার খোঁজ
শীতল সুখে
সৌরভ ভট্টাচার্য
25 April 2016
তুমি সুন্দর
সৌরভ ভট্টাচার্য
23 April 2016
তুমি সুন্দর
আমি না তো!
তবু তোমার বুকে আমার ঠাঁই
বারণ করলে না তো?
(ছবিঃ প্রীতম পাল)
নত হয়ে আসি
সৌরভ ভট্টাচার্য
22 April 2016
তোমার অপেক্ষায়
সৌরভ ভট্টাচার্য
20 April 2016
তোমার অপেক্ষায়
তোমারই পথ চেয়ে
সময়ের স্রোতে স্নান
আগমনী গেয়ে
(ছবিঃ Pritam Pal)
ঠিকানা রেখে গেল
সৌরভ ভট্টাচার্য
17 April 2016
সন্ধ্যে এমন আচমকা ভেসে এলো
যেন মনের বাক্সে হারানো কথার
ঠিকানা রেখে গেল
(ছবিঃ মৈনাক বিশ্বাস)
সেদিন যত কথা বলার ছিল
সৌরভ ভট্টাচার্য
16 April 2016
সেদিন যত কথা বলার ছিল
অভিধানে তত শব্দ ছিল না
আজ শব্দ ভরতি অভিধান ঘুমিয়ে
কেন যেন ওরা আজ বাক্য গড়তে পারে না
তার পরশরেণু মাগে
সৌরভ ভট্টাচার্য
14 April 2016
একাকীত্ব
সৌরভ ভট্টাচার্য
13 April 2016
তোমার ব্যস্ততা আর আমার একাকীত্ব
দু'জনেই দুজনকে এড়িয়ে চলে
চেনা রাস্তায় দুজনেই অচেনার ভান করে
আড়চোখে বিনা ছকে এক্কাদোক্কা খেলে