রোজ রাতেই
রোজ রাতেই আমরা
একই আকাশ, একই তারা, একই স্বপ্ন দেখি
তবু সারাদিন রোজ
কত না যত্নে নিজেদের নিরাপদ দূরত্ব রাখি
ধ্রুবতারার
ধ্রুবতারার ছায়া পড়ে না
তবু ছায়াপথকে পাশে নিয়েই দাঁড়িয়ে
সব ঢেউ বুকে নিয়েও সমুদ্র শান্ত যেমন
জানে তো ঢেউ জল ছাপিয়ে যায় না
সকাল থেকে মেঘলা আকাশ
সকাল থেকে মেঘলা আকাশ
বুকে প্রেমের টহলদারি
মন ছুঁয়েছে ভেজা বাতাস
চাইছে তোমার নজরদারি
উপর তলার কথা
উপর তলার কথা
ভিতরের কথাকে রাখে আড়াল
চুপ করে থাকো খানিক
পাবে সে নীরব কথার নাগাল
হৃদয়পুর
এ চোখে আছে মাটির সাথে বীজের কথার সুর
এ চোখেই পথ সেই সে হৃদয়পুর
দেখছো নাকি চোখে আমার বিশ্বের জলছবি?
না হলে তুমি আর যেই হও, কক্ষনো নও কবি!
(ছবিঃ সমীরণ নন্দী)
তুচ্ছ প্রাণ
সত্য যেখানে মাধুর্য ছোঁয়
সত্য যেখানে মাধুর্য ছোঁয়
সেখানে তুমি আমার
প্রশ্ন যেখানে বিস্ময় ছোঁয়
সেখানে আমি তোমার
মাঝে মাঝে
মাঝে মাঝে নুড়িকেও পাহাড় মনে হয়,
ভয়ের নামতা পড়লে
সে নুড়ির ছায়াও পাহাড় মাড়িয়ে যায়
একটু এগিয়ে দেখলে
কারোর অপেক্ষায় না
কারোর অপেক্ষায় না
বরং নিজেকে পাল্টে নাও
তবে বন্ধ রাস্তা আপনিই খুলবে
যদি সত্যিই এগোতে চাও