Skip to main content

111

 

ভালোবাসা বিন্দু বিন্দু জমে

শান্ত শীতল সরোবর হয়

           অজান্তেই

প্রাণের গভীর শিকড়কে ডাকে

       বলে, এসো।

দুঃখের দিনে এক আঁজলা জল এনে বলে

      সুস্থির হও, দাও চোখেমুখে

                  বাঁচো!

সুখের দিনে শীতল বাতাস

    মাথার মধ্যে চারিয়ে দিয়ে বলে

               দম্ভহীনতা শেখো

সবাই যখন ছেড়ে গেল মনে হয়

     সেই সরোবরের জলে জমা মেঘ

                  মেঘদূত হয়

       বলে আসে গিয়ে তাকে,

    কেউ একজন অপেক্ষায় আছে তোমার

                     মনে রেখো

 

(আমার কোলে যিনি, আমি প্রায়ই যাই তাদের দোকানে চায়ের জন্য। সে-ই আমাকে এ কথাগুলো শেখালো। আমার আরেক কাঁধে মাথা রেখে Debasish। Aniket ছবিটা তুলল।)

Category