সৌরভ ভট্টাচার্য
 20 November 2016              
    
  ভাগ্যে তুমি আমার সামনে অতবড় প্রাচীরটা তুলেছিলে,
   না হলে জানতেই পারতাম না - আমি এতটা উঁচুও চড়তে পারি!
ভাগ্যে তুমি আমার সামনে এতটা অন্ধকার তৈরি করেছিলে
  না হলে জানতাম কি করে- আমি এত অন্ধকারেও দেখতে পারি!
ভাগ্যে তুমি আমায় না ভালোবেসেও, মিথ্যা ভালোবেসেছিলে
  না হলে জানতাম কি করে বলো,
   আমি বিষাদ-সাগরের তলা থেকে
            পরশপাথরও আনতে পারি