সৌরভ ভট্টাচার্য
26 June 2018
শেষ জাহাজ কবে ছেড়ে গিয়েছে মনে নেই
এমন কোনো এক পরিত্যক্ত শ্রীহীন বন্দরে
সেদিন পূর্ণিমার আলো এসে পড়েছিল
নাম না জানা কোনো এক পাখি ডেকে যাচ্ছিল অবিরাম, প্রত্যাশাহীন
জ্যোৎস্না গলা নদীর ঢেউয়ে মাথা তুলে তুলে খেলছিল নির্ভীক মাছেরা
দূরে আকাশ কাঁপানো আওয়াজে চলে গেল বিশাল জাহাজ
যার সাথে একদিন ছিল আত্মীয়তা
ঢেউ এসে লাগল বন্দরের গায়ে ছলাৎ ছলাৎ
চাঁদের আশেপাশে জমল কালো মেঘ হঠাৎ
ঝড় উঠল। পাখিটা উড়ে গেল।
মাছেরা ডুবল অতলে।
বন্দরের লোহায় লাগল টান। নদীর টান। ঝড়ের টান।
বন্দর উঠল দুলে। তার বুকে লাগল ব্যথা।
কত শত জাহাজের গল্প উঠল দুলে
বন্দর নদীকে বলল, শুনলে?
নদী বলল, হুম।