সৌরভ ভট্টাচার্য
 14 January 2016              
    
  
পথ চলতে সামনের দিকে কত সাবধানতা, কত সতর্কতা! কারণ আমার চোখদুটো
সামনের দিকে করা।
আর মাথার পিছন দিকে? চোখ কই? নেই তো। যখন রাস্তায় হাঁটছি তখন সামনে পিছনে দুদিকে তাকিয়ে চলার তো যো নেই। তবে? সেখানে আমার বিশ্বাস - কিছু হবে না।
আর মাথার পিছন দিকে? চোখ কই? নেই তো। যখন রাস্তায় হাঁটছি তখন সামনে পিছনে দুদিকে তাকিয়ে চলার তো যো নেই। তবে? সেখানে আমার বিশ্বাস - কিছু হবে না।
হাঁটতে গেলে তাই দুটোই লাগে। সতর্কতা - যতটা দেখতে পাই। বিশ্বাস -
যতটা আমার দেখার বাইরে। প্রথমটা সসীম। দ্বিতীয়টা অসীম।
তাই যাঁরা অনেকটা এগিয়েছেন তাঁরা বিশ্বাসের জোরেই এগিয়েছেন, ইতিহাস
সাক্ষী। সে কলম্বাসই হোন আর খ্রীষ্টই হোন। রবীন্দ্রনাথই হোন বা রামানুজই হোন। অতটা
হাঁটতে পেরেছেন দেখার উপর ভর করে না, বিশ্বাসের জোরে নোঙর তুলে। ঠকেননি তা না। তবে
কোনো ঠকাই ঠেকিয়ে রাখতে পারেনি - এই যা।