সৌরভ ভট্টাচার্য
2 December 2017
পত্রিকাটা দারুণ। অনেকগুলো লেখা পড়লাম। দুর্দান্ত কিছু গল্প আর কবিতা সংকলন। খুব যত্ন নিয়ে বানানো। সুমনের একটা ছবিও আছে। দেবাঞ্জলির সাথে অনেক গল্প হল। ওনাদের পরিশ্রম, নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ দেবাঞ্জলি আজ সব কিছুর জন্য। ভালো থাকুন আর পত্রিকাটার দীর্ঘপথ আর সাফল্য কামনা করি।