Skip to main content
 
 
সকালটা খুব সুন্দর কাটল। দেবাঞ্জলি এলেন সকালবেলা। ওনাদের পত্রিকা 'বৈঠকী আড্ডা'-র উৎসব সংখ্যায় আমার একটা গল্পকে (কি দ্বিধা রেখে গেলে) ঠাঁই দিয়েছেন। আমার লেখা কেউ ছাপবেন বললেই আমি অত্যন্ত কুণ্ঠিত হই। মনে হয় যেন বরকে ছেড়ে বরযাত্রী বসে গেছে বরের আসনে।
 
পত্রিকাটা দারুণ। অনেকগুলো লেখা পড়লাম। দুর্দান্ত কিছু গল্প আর কবিতা সংকলন। খুব যত্ন নিয়ে বানানো। সুমনের একটা ছবিও আছে। দেবাঞ্জলির সাথে অনেক গল্প হল। ওনাদের পরিশ্রম, নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ দেবাঞ্জলি আজ সব কিছুর জন্য। ভালো থাকুন আর পত্রিকাটার দীর্ঘপথ আর সাফল্য কামনা করি।