সৌরভ ভট্টাচার্য
 17 October 2016              
    
  
পুড়ছিলাম একা
ধূপের মত
কেউ বলছিল,
বাহ্, আমোদিত হলাম তোমার সৌরভে!
ধূপের মত
কেউ বলছিল,
বাহ্, আমোদিত হলাম তোমার সৌরভে!
কেউ বলছিল, এ এমন কিছু তো নয়!
কেউ খেয়ালই করেনি
আমি পুড়ছি সুগন্ধলীন হয়ে
আমি পুড়ছি সুগন্ধলীন হয়ে
তুমি এলে
পাতলে আঁচল, চোখে কিসের মিনতি
বললাম, কি দিতে পারি তোমায়?
বললে, ছাইগুলো, যা নীচে হয়েছে জড়ো
পাতলে আঁচল, চোখে কিসের মিনতি
বললাম, কি দিতে পারি তোমায়?
বললে, ছাইগুলো, যা নীচে হয়েছে জড়ো
     বললাম, কোন অধিকারে দিই?
বললে, যে অধিকারে ঘাসের বুকে জমে শিশির!
বললে, যে অধিকারে ঘাসের বুকে জমে শিশির!