সৌরভ ভট্টাচার্য
 22 July 2016              
    
  অপরিচিত একটা মুখ
রোজ আমার জানলায় এসে দাঁড়ায়
কখনো কাঠবিড়ালি, কখনো কাক
কখনো ভোরের বাতাসের আলতো ছোঁয়া সাথে
আমার ভিতরে ডাক পাঠায়
আমার ভিতর থেকেই সাড়া দেয়
           আর এক অপরিচিত
বাইরের অপরিচিত
   ভিতরের অপরিচিতের সাথে কথা বলে
         ইশারায়
আমি চুপ
  আমার অস্তিত্ব তখন গোধূলির আলোর মত ম্রিয়মাণ
    ওরা কি আমি?
না আমি আছি আমাকে ছাপিয়ে অতলে?