সৌরভ ভট্টাচার্য
 26 March 2018              
    
          আজ সত্যিই কোথাও আশঙ্কা, ভয়, আতঙ্ক দানা বাঁধছে। তার চাইতে বেশি কষ্ট, অসহায়তা। এইরকম একটা দিনের জন্যেই কি এত সাধনা, এত তপস্যা, এত বাণী? নাকি আমাদের বলা আর করায় অনেকটা ফাঁক রয়ে গেল, যে ফাঁক দিয়ে ঘোলা জল হুড়হুড় করে ঢুকে পড়ছে। কিন্তু ঘোলা জলে কাদের যে সুবিধা তাও তো বুঝেও বুঝছি না...
        বহুদিন আগে পড়া কয়েকটা লাইন মনে পড়ছে, শ্রীযুক্ত অনুকূলচন্দ্রের কথা, মনে লেগেছিল।
"অন্যে বাঁচায়, নিজে থাকে
ধর্ম বলে জানিস তাকে
 
ধর্মে সবাই বাঁচে বাড়ে
 
সম্প্রদায়টা ধর্ম নারে
 
ধর্মে জীবন দীপ্ত রয়
 
ধর্ম জানিস একই হয়"
         প্রসঙ্গত আমি ফালাকাটাতে ওনার নামে প্রতিষ্ঠিত মন্দিরে সব ধর্মের প্রণেতা পুরুষের পাশাপাশি একটা মক্কার ছবিও দেখেছিলাম। শান্তি লেগেছিল। এটাই তো এই মাটির গন্ধ না?