অনেকবার আসলে নকলে গুলিয়ে ফেলেছি। গুলাতে গুলাতে এটুকু বুঝেছি আসলে নকলে গুলিয়ে ফেলাটা বড় আসল জিনিস। সেই থেকে বড় আনন্দ পেয়েছি, সংসারে একটা খাঁটি জিনিস তো পেয়েছি!
তারপর থেকে সাদা ঘুঁটি, কী কালো ঘুঁটি যাই পড়ুক ভাগ্যে কোনো অভিযোগ কী অভিমান করি না। মনকে ব্যতিব্যস্ত করি না এর ওর কাছে গিয়ে নালিশ করে করে। রাতদিন সবাই তো ভাই গুলাচ্ছে আর আসলে-নকলে আসল জিনিস বেছে মরছে! আমিই বেকার দৌড়াদৌড়ি করে মরি কেন?
যাকে এইমাত্র দেখলাম, "হুররে" করে নেচে উঠল দু হাত তুলে, খাঁটি জিনিস পেয়েছে বলে দুনিয়া মাতালো, পরক্ষণে সে-ই আবার কাদাজলে গলা অবধি নেমে হাতড়াচ্ছে। জিজ্ঞাসা করলাম, ও দাদা, কী হল?
সে বলল, আর বলবেন না দাদা, সুড়ুৎ করে কখন যে নাগালের বাইরে চলে গেল.... আবার সব গুলিয়ে গেল।
এই হয় দাদা, এই হয়। আসলে নকলে গোলানোর চেয়ে আসল জিনিস সংসারে দুটো নেই। এই জেনে "জয় মা" বলে ময়দানে নেমে পড়ো। খানিক কাদা মাখামাখি হবে, বেশ হবে। শেষে যা হবার হবে, দেখা যাবেখন।