Skip to main content
ashrumanik

ওরে আমার সরের উপর ঘিয়ের বিন্দু

ওরে আমার কাঁচামিঠে আম, পূর্ণ ইন্দু

 

ওরে আমার বাদলা দিনের সজল বাতাস

ওরে আমার শরত রাতের জোছনা আকাশ

 

ওরে আমার শীতকালের রোদ, গ্রীষ্মের স্নান

ওরে আমার একতারা বাজা প্রাণ কাড়া গান

 

ওরে আমার ধানক্ষেতে জাগা ঢেউয়ের পরশ

ওরে আমার কাজভোলা দিন, ছুটির হরষ

 

ওরে আমার প্রাণ ছাঁচা ধন, অশ্রুমানিক

ওরে আমার মর্মেতে জাগা সুখের ঝিলিক

Category