সৌরভ ভট্টাচার্য
 1 May 2017              
    
  
মন খারাপের অন্ধকারে
অন্ধ বাউল একতারাতে
     কি বাজালো?
সিঁড়ি গিয়েছে তেপান্তরে
মেঘের মধ্যে বসত করে
     চিনতে পারো?
চিনি না মন, চিনতে আসি
বুকের মধ্যে পাগলা বাঁশি
     খবর রাখো?
খুঁজছি তো গো এদিক সেদিক
বেলা গেল, কালো দশদিক
     কি হারালো?
সুখ হারালো, সুখ হারালো
বুকের মধ্যে মন হারালো
     আসতে পারো?
ধাক্কা খেলাম জীবন জুড়ে
যে ধাক্কায় দরজা খোলে
     দিতে পারো?
তোমার চোখে কাজল নেই তো
তোমার তো নেই পূজোর সাজি
     বসতে পারো?
তোমার সাথে বেরিয়ে পড়ি
ঘরদোর সব বিকিয়ে ফেলি
     যাবে বলো?
কিচ্ছু চাই না, কিচ্ছুটি না
রাজকন্যা রাজত্বও না
রোজ রাতেতে একটা হাতে
বুকের একটা পাল্লা চেপে
     ধরতে পারো?
আসা যাওয়ার পথ খোলা থাক
নিজেতে মন পচে না যাক
তোমার হাতেই সঞ্জীবনী 
তোমার শ্বাসেই প্রাণভোমরা
  ছুঁতে পারো?
(ছবিঃ সমীরণ নন্দী)