সৌরভ ভট্টাচার্য
 5 January 2016              
    
  
ঝরণার জলে পা ডুবিয়ে বসে
আমার পা ছুঁচ্ছে নুড়ি- পাথরের সোহাগ
সামনে মেলা সবুজ পাহাড় আকাশের ক্যানভাস
শুধু তোমার, তোমারই আছে অভাব
আমার পা ছুঁচ্ছে নুড়ি- পাথরের সোহাগ
সামনে মেলা সবুজ পাহাড় আকাশের ক্যানভাস
শুধু তোমার, তোমারই আছে অভাব
মাঝে মাঝেই কি অজানা বিশ্বাসে
ফিরে ফিরে তাকাচ্ছি ঘাড় ঘুরে
এলে তুমি?
আসার কথা তো নেই - তা জানি।
তবু এই না-থাকা যেন ভীষণ মিথ্যা
এই কথাটা উঠছে মনে মনে
ঘুরিয়ে ঘাড় শূন্য পথ, ফাঁকা বাঁক - চোখ ছুঁচ্ছে আবার
অকস্মাতের হাতেতে রাখছি হাত
বাতাস কখন মিশবে তোমার ঘ্রাণে?
ফিরে ফিরে তাকাচ্ছি ঘাড় ঘুরে
এলে তুমি?
আসার কথা তো নেই - তা জানি।
তবু এই না-থাকা যেন ভীষণ মিথ্যা
এই কথাটা উঠছে মনে মনে
ঘুরিয়ে ঘাড় শূন্য পথ, ফাঁকা বাঁক - চোখ ছুঁচ্ছে আবার
অকস্মাতের হাতেতে রাখছি হাত
বাতাস কখন মিশবে তোমার ঘ্রাণে?
জল বলছে, এলো?
বাতাস বলল, আসবে
আকাশ বলল, আসবে
পাহাড় বলল, আসবে
আকাশ বলল, আসবে
পাহাড় বলল, আসবে
আমার মনও বলছে, 
আসবে আসবে আসবে
আসবে আসবে আসবে