ভুল চেষ্টা
সৌরভ ভট্টাচার্য
26 April 2014
ও শান্তিতে থাকতে চাইল না।
না কি পারল না? জানি না।
সবার আগে যেতে চেয়ে হল একা।
তবু থামার কোনো কারণ খুঁজে পেল না।
...
না কি পারল না? জানি না।
সবার আগে যেতে চেয়ে হল একা।
তবু থামার কোনো কারণ খুঁজে পেল না।
...
দাঁড়াও
সৌরভ ভট্টাচার্য
23 April 2014
যা দেখি তা বিশ্বাস করি তার অনেকটা কারণ আমার নিজের দেখার ক্ষমতার ওপর আমার আস্থা আছে বলে। যখন তা দুর্বল হয়, তখন পাশের মানুষের সাহায্যে নিশ্চিত হতে হয় যা দেখলাম তা সত্যি কি না।
...
...
ইচ্ছা ছিল
সৌরভ ভট্টাচার্য
20 April 2014
ইচ্ছা ছিল অন্যরকম হবে।
আকাশ থাকবে নীল।
তাতে থাকবে চাঁদ, তারা আর রামধনু।
হল না।
আকাশ ভরল মেঘে।
ভাঙল বাড়ি ঝড়ে।
...
আকাশ থাকবে নীল।
তাতে থাকবে চাঁদ, তারা আর রামধনু।
হল না।
আকাশ ভরল মেঘে।
ভাঙল বাড়ি ঝড়ে।
...
জানা
সৌরভ ভট্টাচার্য
19 April 2014
আমি জানতাম।
তবু বলিনি। তুমি বলবে বলে।
তুমি বললে না। শুধু কাঁদলে।
...
তবু বলিনি। তুমি বলবে বলে।
তুমি বললে না। শুধু কাঁদলে।
...