সৌরভ ভট্টাচার্য
 24 April 2016              
    
  
ওগো তোমরা ফিরে যাও
  আমি নাও ভাসিয়েছি অকুলে
লোভী তুমি ফেরো,
  তোমার পথ আটকে লোভ
ধনী তুমি ফেরো
  তোমার গায়ে আঁশটে গন্ধ
ওগো মেয়ে তুমি ফেরো
  তোমার ঠোঁটে কপট বাঁধন
ওগো সন্ন্যাসী তুমি ফেরো
  তোমার পথ আটকে অহং
আমার চোখ ডুবেছে যে অতলে
  যে অরূপের সাথে হয়েছে চোখাচোখি
আমায় ভোলো তোমরা, আর ডেকো না-
       আমি পৌঁছিয়েছি
          তাঁর দুয়ারের কাছাকাছি
(ছবিঃ সমীরণ নন্দী)