সৌরভ ভট্টাচার্য
 9 June 2018              
    
  আমি কখনও ত্রিভুজ
       কখনও চতুর্ভুজ
       কখনও বৃত্তের
           ভিতর দিয়ে বাইরে তাকাচ্ছি
আকাশের গায়ে এটা ওটা ছুঁড়ে মারছি
                  সমস্ত শক্তি দিয়ে
 ঠেলে সরিয়ে দিচ্ছি খাট আলমারির মত সব
   পোকায় কাটা ফল রঙ করে নিচ্ছি বাজারে
                   লুকিয়ে গিয়ে,
        সাজিয়ে রাখছি রাঙতায় মুড়ে।
আচমকা মৃত্যুকে মোড়ে দেখে
    গলিতে ঢুকে পড়ছি মুখ লুকিয়ে 
চিহ্নিত করে রাখছি বাঁকগুলো
তবু এত কিছুর পরেও 
  কি যেন একটা করা বাকি থেকে যাচ্ছে 
      পুকুরে ঢিল ছুঁড়ে, 
  বেহিসাবি ঢিল হারাতে হারাতে
           নিজেরই তোলা ঢেউ
       নিজেই মিলিয়ে যাওয়ার অপেক্ষায় থাকছি