সৌরভ ভট্টাচার্য
 18 November 2016              
    
  ১
-----
কুঁড়ি অপেক্ষায় থাকে
     সকালের আলোয়
           ফুটবে বলে
আমি অপেক্ষায় থাকি
     সব বিষাদ ঠেলে
        তুমি আসবে বলে
২
----
বীজ মাটির কাছে ঋণী অঙ্কুরণে
  মাটি বীজের কাছে ঋণী
         তরুর ছায়ায়, বৃষ্টির আগমনীতে
আমার
   পাঁজর ঘেরা বাগানে পোঁতা বীজ
       তোমার দৃষ্টিপাতের বৃষ্টির অপেক্ষাতে