সৌরভ ভট্টাচার্য
 3 June 2016              
    
  রঙ তো কতই আছে
সে রঙই তোমার মনে ধরে
      যে রঙ তোমার চোখের কোণায়
কথা তো কতই আছে
সে কথাই তোমার মনে বেঁধে
     যে কথা তোমার বুকের তলায়
সুর তো কতই আছে
সে সুরই তোমায় কাঁদিয়ে ছাড়ে
    যে সুর তোমার গভীর ব্যথায়
পথ তো কতই আছে
সে পথই তোমায় বাইরে আনে
    যে পথ শিরায় শিরায় ডাক পাঠায়