Skip to main content

 


 

 

কিরে আজ শুনলাম আন্তর্জাতিক মহিলা দিবস। তা ভালো। তো আমায় নিয়ে তো কোনো লেখালেখি দেখলাম না তোদের ফেসবুকে। আমার অ্যাকাউন্ট নেই বলে কি আমায় নিয়ে লিখতে নেই! শিগগিরই লেখ।

 

 
     প্রশ্ন হল আমায় নিয়ে কি লিখবি? প্রথম কথা আমি যে ভীষণ শান্ত সে আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাড়িতে কেন, সারা পাড়ায় আমার জুড়ি মেলা ভার। এই কদিন আগে আমায় নিয়ে এরা সুন্দরবন ঘুরে এলো। কি বলব, একটা বাঘও আমার সামনে আসার সাহস দেখিয়েছে? জিজ্ঞাসা করে দেখো, একটাও না। যাও বা কটা কুমীর পাড়ে উঠেছিল, আমায় দেখে ঘুমের ভান করে শুয়েছিল। শুধু কয়েকটা হনুমান আমাদের লঞ্চে ওঠার জন্য লাফালাফি করছিল। সে করবে নাই বা কেন, আমায় দেখেছে না। লোকে বলে আমার নাকি শুধু লেজটাই নেই। তো এই হল মোটামুটি আমার পরিচয়। বাড়িতে সবাই আমায় বুঝেসুঝে চলে, আমার জেঠুকাকুমামারাও আমায় বুঝেসুঝে চলে। আমায় যখন তখন চুমুটুমু খেয়ে ফেলে, সে আলাদা কথা।
 
     তো আজ যখন নারীদিবস শুনলাম তখন একবার তোমাদের সবাইকে দেখা দিয়ে গেলাম। তোমরা যারা নারী তারা জোর গলায় কথা বলবে, যেখানে যখনই কোনো অন্যায় হচ্ছে দেখবে অমনি গলা ফাটিয়ে সব্বাইকে জানাবে। চুপ করে থাকলে হবে না। যেমন আমি, আমার টিফিনে কেউ হাত দিয়ে দেখুক তো, আমি ভালোবেসে দিই সে আলাদা কথা। আমায় কত মানুষে কত শান্ত ভদ্র লক্ষ্মী হতে বলে। আমার ওসবে মতি নেই। একটা প্যাঁচা নিয়ে আমার সারাজীবন কাটবে ওসবে আমার ইচ্ছা নেই। আমার সিংহ পছন্দ। সিংহ কার বাহন জানো তো? তোমরা বলবে আমার দশটা হাত কই? আছে, দশটা হাত মানে দশদিকে ছোটা বুদ্ধি। এসব বোঝো তোমরা? বোঝো না। আমি বুঝি। তাই বলে গেলাম। খুব ভালো থেকো সবাই, আর সাহসে বাঁচো।