সৌরভ ভট্টাচার্য
 17 November 2018              
    
  অন্য কোনো একটা হাওয়া এসেছিল
অন্য কোনো দিক থেকেই এসেছিল
কিছু একটা বলতে চেয়ে
সব কিছুকে অন্যরকম করে 
       ভ্রুকুটিতে বড় নিষ্ঠুর হেসেছিল
আজ আয়না, খাটের চাদর, 
      বাথরুমের জলভরা বালতি
সব যেন অন্য জায়গায় -
   ওদের যেন আমাকেও অন্যরকম লাগছিল
বলেনি কিছু
আমি জানি
    আজ একটা অন্যরকম হাওয়া এসেছিল