ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী --- এই পাঁচটা দিন নিয়েই বাঙালীর রাজকীয় উন্মাদনা, বাঙালীর শারেদাৎসব। দেবী দূর্গার আবাহন, পূজো আর বিসর্জনের মধ্যেই বাঙালীর সাবেকী আর বারোয়ারি আনন্দ, খানাপিনা, ফুর্তি আর আমোদ আহ্লাদ। কিন্তু এই পূজো কি শুধুই আনন্দের? না তো! এই পূজোর উন্মত্ততার ফাঁকে ফাঁকে অনেক অজানা, অচেনা মানুষের কাহিনী বয়ে চলে অগোচরে। চরম উন্মাদনার পূজো তাই সেইসব মানুষেদর মনে রাখে না, যাদের কাছে পূজো আনন্দের নয়, যাদের কাছে পূজো এক উদাসীন একাকীত্বতা, কিম্বা আনন্দে মেতে উঠতে চেয়েও মেতে উঠতে না পারার ব্যর্থতায় বিষন্নতার অন্ধকারে ডুবে যাওয়া, অথবা বাইরের স্বাভাবিক উদ্বেলতাকে একদমই অনুভব করতে ব্যর্থ হয়ে দূর থেকে সেই আনন্দের দিকে চেয়ে থাকতে থাকতে বোবা কান্নায় মূক হয়ে যাওয়া... এমন পাঁচটি গল্প নিয়েই আমাদের এবারের দেবী আবাহন... সৌরভ ভট্টাচার্যের কলমে সৃষ্ট এই গল্পগুলো পাঁচজন ভিন্ন চরিত্রকে আবর্ত করে নির্মিত, যাদের অস্তিত্ব আমাদের চারপাশের এই আনন্দঘন সময়েও সমান্তরালভাবে নিরানন্দে ডুবে থাকে...