সৌরভ ভট্টাচার্য
31 January 2019
আনিলাম জিলিপি ভাণ্ড
মধুসূদন দাদা হতে মাগি
মধুসূদন দাদা হতে মাগি
রাখিলাম সম্মুখে সবার
নব্য সদস্য হবার লাগি
নব্য সদস্য হবার লাগি
রীতিনীতি নাহি জানি
অজ্ঞ মুই, কোথা কি বা করি
অজ্ঞ মুই, কোথা কি বা করি
তবুও অকুতোভয়
সাগরপারের দিদি স্মরি
সাগরপারের দিদি স্মরি
সব্বাই ভালো থাকুন
আনন্দে মজিয়া রহুন
আনন্দে মজিয়া রহুন
হাসিলে বিষাদ নাশ হয়
সুকুমার সাথে যার
তাহার সদাই জয়
হইবেই হইবে তাহা
কদাপি না রাখি মনে ভয়
সুকুমার সাথে যার
তাহার সদাই জয়
হইবেই হইবে তাহা
কদাপি না রাখি মনে ভয়