Skip to main content
 
আনিলাম জিলিপি ভাণ্ড
মধুসূদন দাদা হতে মাগি
রাখিলাম সম্মুখে সবার
নব্য সদস্য হবার লাগি
রীতিনীতি নাহি জানি 
অজ্ঞ মুই, কোথা কি বা করি
তবুও অকুতোভয় 
সাগরপারের দিদি স্মরি
সব্বাই ভালো থাকুন
আনন্দে মজিয়া রহুন
হাসিলে বিষাদ নাশ হয়
সুকুমার সাথে যার
  তাহার সদাই জয়
     হইবেই হইবে তাহা
       কদাপি না রাখি মনে ভয়

Category