সৌরভ ভট্টাচার্য
26 March 2021

কথাগুলো অনুকূল চন্দ্রের। ইদানীং প্রধানমন্ত্রী থেকে শুভেন্দুবাবু থেকে থেকেই ওনার নাম করছেন, অবশ্যই ওনার বৃহৎসংখ্যক ভক্তসমাজের ভোটের দিকে তাকিয়ে। কিন্তু কথা হল, উনি এই কথাগুলো, মানে এরকম কথা উনি অনেকবার বলেছেন। ভীষণ স্পষ্টভাবে বলেছেন। এ কথা কি তেনাদের হজম হবে?
আসলে অন্ধভক্তি আর অন্ধবিদ্বেষ, সে কোনো মানুষের প্রতি হোক, কি কোনো সম্প্রদায়ের প্রতি - দুই-ই ভয়ংকর ক্ষতিকর।