সৌরভ ভট্টাচার্য
 26 July 2019              
    
  একদিন উদগীত হয়েছিল
দুই নাই। দুই ভ্রম।
এক সত্য। এক অস্তিত্ব। 
সাজসজ্জা নানা।
সাজসজ্জা নানা।
হও লোভরহিত, হও নির্বৈর।
কে ভুলালো এ পথ?
কে ডেকে বলছে?
   মার মার মার
দাঁড়াও। মুখোশ খোলো।
   প্রাজ্ঞ পূর্বপুরুষ করেছে সাবধান -
"অন্ধ যেন না দেখায় পথ"
(অন্ধেনৈব নীয়মানা যথান্ধা: ~ যথা অন্ধেরই দ্বারা পরিচালিত অন্ধগণ - কঠোপনিষদ ১/২/৫)