সৌরভ ভট্টাচার্য
16 February 2018
আমাদের এখন ভীষণ দেখার ইচ্ছা। আমরা সব কিছু দেখি। সিনেমা, সিরিয়াল, নিউজ, গান, নাটক, আত্মহত্যা, ট্রোল ইত্যাদি ইত্যাদি।
আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই অতি-দিদৃক্ষা কি আমাদের ভাব জাগতিক সাহিত্যের মান কমিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে? শুধু বাংলা ভাষার কথাই বলছি না।
মানে যাকে স্থূলভাবে দেখতে না পাই, যার মুভমেন্ট স্থূলভাবে অনুভব না করতে পারি - তার প্রতি আগ্রহ কি আমাদের কমে যাচ্ছে? আমি সেই পুরোনো ঘষাপেটা তর্কে যাচ্ছি না, পড়া বনাম সিনেমা। বই পড়া কমে যাচ্ছে কারণ সিনেমা দেখা বেড়ে যাচ্ছে ইত্যাদি। সেটা নয়। আমাদের অতিরিক্ত দেখিবার ইচ্ছা কি আমাদের খুব বেশি বহির্মুখী করে তুলছে? আমরা ক্রমশ সাহিত্যে চিত্রনাট্য খুঁজছি না তো?