Skip to main content
আমার যতবার হেরে যাওয়ার কথা ছিল
তার থেকেও আমি নাকি অনেকবার হেরেছি
কিন্তু কেউ স্পষ্ট করে বলেনি আমায়
আসলে লড়াইটা আমার ঠিক কার সঙ্গে ছিল
হঠাৎ করে কেউ একজন এসে
ধমকে, বা ব্যঙ্গ করে,
বা নিছক বাস্তব করুণার সুরে বলেছে,
"যাও পিছনে গিয়ে বসো। আবার হেরে গেছ।"
আবার পিছনে গিয়ে বসেছি
মানুষ, তারা, নদী, পাহাড় দেখতে দেখতে
আবার ভুলে গেছি, মজে গেছি,
ডুবে অথবা ভেসে গেছি
এবং যথারীতি আবার ভুলে গেছি -
আমার যে লড়াইয়ে যাওয়ার কথা ছিল!
লড়াই চলছে কোথাও একটা
কিন্তু যাব কি করে
আমায় স্পষ্ট করে কেউ কখনও বলেনি
লড়াইটা ঠিক কার সঙ্গে,
কোথায় হচ্ছে
যে লড়াইয়ে আমি বারবার হেরে যাচ্ছি
সে লড়াইয়ে
ওদের মত করে জিতে গেলে
আমার ঠিক কি কি হত!

Category