সৌরভ ভট্টাচার্য
7 February 2018
জানলার ধারে সিট নিয়েছিলাম। ভেবেছিলাম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাব, আহা! কি আনন্দটাই না হবে।
কি যে হল, মাঝখান থেকে একটা বিশ্রী মাছির মত ইচ্ছা যে কেন বারবার নাকে-চোখে-মুখে-কানের লতিতে-হাতের আঙুলে বসে বিরক্ত করছে... ওড়াতে চাইলেও উড়ছে না। এক জায়গার থেকে ওড়ালে আরেক জায়গায় গিয়ে বসছে। 'আমায় কেউ দেখল কি?' - এই সেই মাছি।
আরে আপদ, আমি বসলাম আমি দেখব বলে, থোড়ি সবাই আমায় দেখবে বলে নাকি? কে কাকে বোঝায়? ভাবছি জানলার সিটটা ছেড়ে উঠে যাব নাকি জানলাটায় পর্দা টেনে দেব। উঠতে গেলে বসার দ্বন্দ্ব, বসতে থাকলে মাছির উৎপাত!