সৌরভ ভট্টাচার্য
 30 March 2016              
    
  আমার কবিতার পায়ে কাদা লাগে
 পুরোনো ঘরে মাথা নীচু করে ঢুকতে গিয়ে
  আমার কবিতার মাথায় ঝুলও লাগে
আমার কবিতার জ্বর হয়
  মন খারাপ হয়
আমার কবিতা শুধু ভাসে না, হাঁটেও
   হাঁটতে না পেলে হামাগুড়িও দেয়
তোমায় একটু ছুঁয়ে দেখে আসে
 তোমার কি জ্বর? না মন খারাপ?
  ভাল আছো কি?
আমার কবিতা রাজপথে হাঁটে
   হাঁটে সমুদ্রের ধারে, পাহাড়ে, জঙ্গলে
    হাঁটে পূর্ণিমার রাতে বস্তিতেও
অভুক্ত শিশুর কান্নার আওয়াজে
         তোলপাড় করা বুক নিয়ে
   ছিন্নবাস মহিলার লজ্জায় মাথা নীচু করে
আমার কবিতার সব হয়
   শুধু হিংসে হয় না,
      কোনো কিছুর জন্যেই
     কোনো কারোর মতই