sumanasya
10 April 2024
ওভারব্রীজে দাঁড়িয়ে নীচে আপ-ডাউন ট্রেনে লোকের আসা যাওয়া দেখছিলাম।
ওভারব্রীজের দুদিকে নামার সিঁড়ি। যেদিকেই এগোও, নামতেই হবে। একটা দিয়ে নেমে আপ প্লাটফর্মে এসে দাঁড়ালাম। ভিড়ের মধ্যে এসে।
তাকালাম ওভারব্রীজের দিকে।
এতক্ষণ কী অলীক সুখে, কী মিথ্যা দেখছিলাম।