Skip to main content


এই মুহুর্ত্তে আমি হাওড়া-যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেসে আছি। সারা ট্রেন থিকথিক করছে বাঙালী। যেন বাঙলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে ট্রেনটা। কিন্তু তা তো নয়। এক রাজ্য ছেড়ে ভিন রাজ্যে এতগুলো মানুষ প্রতিদিন ছুটছে - কাজের জন্য, উচ্চশিক্ষার জন্য। দোকানের কাজ থেকে শুরু করে আইটি-র বড় বড় কম্প্যানীতে কাজ করেন এঁনারা, অনেকের সাথে কথা বলে জানলাম।
 
বিগত কয়েক বছর হাওড়া-চেন্নাই যাতায়াত করতে হত ব্যক্তিগত কাজে। সেখানেও দেখতাম অজস্র বাঙালী। কাতারে কাতারে চলেছেন প্রতিদিন চিকিৎসার জন্য। 
 
চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান সবের জন্যই এই একমুখী যাত্রা কেন? উল্টোটাও তো হতে পারত? কোথায় হেরে যাচ্ছি আমরা? 
 
অনেকে এইসব বললেই বলেন, "এগুলো ব্যতিক্রমী ঘটনা"। 
 
আমার অবাক লাগে। এতো ব্যতিক্রমী ঘটনা দক্ষিণ ভারত থেকে আমাদের দিকে ঘটে না কেন? আর এই ক্রমে ব্যতিক্রমী ঘটনা ঘটতে থাকলে তো, কোনটা অবশেষে ব্যতিক্রম থাকবে, তাই প্রশ্ন হয়ে দাঁড়াবে! 
 
সত্যি কথা বলতে খুব লজ্জা লাগছে।